হরিরামপুর গ্রামে এই বিল ।
বুড়িপোতা ইউনিয়ন এলাকায় র্দশনীয় স্থান বলতে একটি মাত্র স্থান হরিরামপুর বিল। হরিরামপুর বিলটি বুড়িপোতা ইউনিয়ন এলাকার ২নং ওয়ার্ড হরিরামপুর গ্রামের অবস্থিত। এই বিলে যেতে হলে মেহেরপুর শহরের হোটেল বাজার থেকে পশ্চিমে আসা রাস্তা ধরে আসতে হবে। প্রায় ৪ কিলোমিটার রাস্তা পেরিয়ে সামনে থাকবে ৪ রাস্তার মোড়। মোড় থেকে উত্তর দিকের রাস্তা অর্থাৎ বুড়িপোতা ইউনিয়ন পরিষদের সামনে দিয়ে সোজা হরিরামপুর গ্রামের প্রবেশ করতে হবে। সেখানে পশ্চিম মুখি রাস্তা ধরে গেলে সামনে থাকবে দর্শনীয় হরিরাপুর বিল।
0
এই বিল টি বুড়িপোতা ইউনিয়ন এলাকার সব চেয়ে বড় বিল এবং র্দশনীয় স্থান। সব সময় এই বিলে পানি থাকে। সকল ধরনে মাছ পাওয়া যায়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস